নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি,আলোচনা ও ইফতার মাহফিল ৮ এপ্রিল রবিবার বিকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় । প্রেসক্লাবের সভাপতি এস এস খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান । সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানের সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোহসীন নাজির,সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল । এসময় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । আলোচনা ও দোয়া মাহফিলের পূর্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে র্যালিটি উপজেলা মিলনায়তনের গেটে এসে শেষ হয় ।