নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও জন্মদিন উদযাপন কাউছার মিয়াঃ আজ ১০ই মে নরসিংদী পৌরসভার নিমতলায় নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার ইউনিটের কার্যালয়ে অভিষেক ও ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাসুদ রানা বাবুলের ৫০ তম শুভ জন্মদিন উদযাপন করা হয়। অত্যন্ত আনন্দঘন পরিবেশে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি শাহ মোহাম্মদ কাউসার হোসাইন,আজকের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ বি এম আজরাফ টিপু , নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা নরসিংদী সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুজ্জামান পিটু, সাইফুল ইসলাম সরকার তারা,হাজী মোহাম্মদ মোস্তফা,আবুল কাশেম সরকার, উপদেষ্টা আসাদুজ্জামান বাদল, সাধারণ সম্পাদক আকিকুল ইসলাম স্বপন,নির্বাহী সদস্য মোঃ জাকারিয়া, নরসিংদীর নব কন্ঠ পত্রিকা সম্পাদক কামাল হোসেন, মাইনুদ্দিন সরকার,ফজলুল হক খোকা চৌধুরী, লায়ন সরকার, কাউসার মিয়া, আব্দুস সালাম, কামাল সরকার,সামিয়া সরকার। উক্ত অনুষ্ঠানে ক্রাইম রিপোর্টার্স ইউনিটির ১১ জন কার্যকরী সদস্যদের মধ্যে কার্ড এবং পোশাক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের মঙ্গল কামনা করে অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতা চেয়ে প্রীতি ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।