শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
শিবপুরে পুজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক শিবপুরে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন নরসিংদীতে গলা কেটে হত্যার আসামি দুই ভাই গ্রেফতার হাতিরদিয়া আইএফআইসি ব্যাংকের শাখার উদ্যোগে আর্থিক সাক্ষরতা নিরাপদ ভবিষ্যৎ মতবিনিময় সভা অনুষ্ঠিত মনোহরদীতে হিন্দু সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ডৌকারচর ইউনিয়নে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শিবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্ডপে অনুদান বিতরণ শিবপুরে তোফাজ্জল হোসেন মাষ্টারের ব্যক্তিগত কার্যালয়ের উদ্বোধন  নরসিংদী কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী নরসিংদীতে পি‌বিআইয়ের হা‌তে হত্যা মামলার ২আসামী গ্রেফতার
শিবপুর প্রেস ক্লাবের স্মরণিকা “সম্প্রীতি” এর মোড়ক উম্মোচন ও সম্মাননা প্রদান

শিবপুর প্রেস ক্লাবের স্মরণিকা “সম্প্রীতি” এর মোড়ক উম্মোচন ও সম্মাননা প্রদান

নরসিংদীর শিবপুর প্রেস ক্লাবের স্মরণিকা “সম্প্রীতি” এর মোড়ক উম্মোচন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সুন্দর ও আনন্দময় পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন শনিবার শিবপুর প্রেস ক্লাবের আয়োজনে শিবপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে দিনব্যাপী এ অনুষ্ঠান করা হয়।

শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির শাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভ‚ইয়া রাখিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজিজুর রহমান খান ভুলু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, শিবপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর, সাংবাদিক সাবেক সভাপতি,নুরুল ইসলাম নুরচান,সাবেক সাধারন সম্পাদক, আবুনাঈমরিপন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদ হারুনুর রশীদ খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে শিবপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতাগণসহ প্রেসক্লাবের সকল সদস্য এবং অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিবপুর প্রেসক্লাবের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (শিক্ষা মন্ত্রণালয়) পদে পদোন্নতি পাওয়ায় শিবপুরের কৃতিসন্তান বেগম শাহনওয়াজ দিলরুবা খানকে সংবর্ধনা ও স্মরণিকা স¤প্রীতির মোড়ক উন্মোচন, বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়েছে। সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ও বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম শাহনওয়াজ দিলরুবা খান। অনুষ্ঠানের উদ্বোধন করেন, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত, প্রধান আলোচকের বক্তব্য রাখেন, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ও নকশিসের সভাপতি ড.মশিউর রহমান মৃধা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বশির আহমেদ, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভ‚ঁইয়া রাখিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী আনোয়ার কামাল, সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক এবিএম আজরাফ টিপু, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মোর্শেদ শাহরিয়ার, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল পারভেজ মন্টি, নরসিংদী সংবাদ পরিষদের সভাপতি মোঃ জয়নুল আবেদীন, নরসিংদী আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনজিল এ মিল্লাত, তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা রোটারিয়ান মোঃ বশিরুল ইসলাম বশির, শিবপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন, শিবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম ন‚রচান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,আবু নাঈম রিপন, আনোয়ার হোসেন স্বপন, জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মোঃ আজমল হোসেন ভ‚ইয়া, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ হায়দার, প্রচার সম্পাদক মোঃ মাহবুব খান, দপ্তর সম্পাদক রাসেল মিয়া, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মোঃ এনামুল হক শাহিন, কার্য নির্বাহী সদস্য হাবিবুর রহমান, মোঃ ডালিম খান, সাধারণ সদস্য আরিফ খান, সাধারন সদস্য ও সাবেক কোষাধ্যক্ষ এ.কে.এম মাসুদ রানা, খন্দকার আমির হোসেন, শেখ মানিক, বদরুল আলম, তোফায়েল আহমেদ,আকিকুল স্বপন,মাজহারুল ইসলাম জিয়া,আতাবুর রহমান সানি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD