সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতান্ত্রিক আন্দোলনে কারাবরণকারী মামলা-হামলা ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের সংবর্ধনা ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে এক রেলওয়ে শ্রমিক নিহত নরসিংদীতে হত্যা এবং ধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার নরসিংদীর শিবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতি সভা অনুষ্ঠিত নরসিংদীর সদর শিলমান্দী ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত নরসিংদী জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত মাধবদীতে সমীর ভুঁইয়ার স্মরণে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে বিদেশী পিস্তল সহ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে শহীদ সাইফুল ইসলাম ও রিপনের ১৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে মরহুম রমিজ উদ্দিন ফকিরের ষষ্ট মৃত্যু বার্ষিকী পালিত
নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুরে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন। এর আগে বুধবার ভোর ৪ টায় নরসিংদী পৌর এলাকার ঢাকা সিলেট মহাসড়কের ভেলানগর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ডিবি পুলিশের উপপরিদর্শক কবির উদ্দিন। গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা দেবিদ্বার থানার আসানপুর গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে মোঃ আব্দুল আওয়াল (৪২), খুলনার পাইকগাছা থানার হরিডালি গ্রামের শেখ রফিকুল ইসলামের ছেলে মোঃ আবিদ হাসান নাহিদ (২১), পাবনার ঈশ্বরদী থানার ফতেহ মোহাম্মদপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে মোঃ ইমরান (৩০), ব্রাক্ষণবাড়িয়া নাসিরনগর থানার মসছলেন্দপুর গ্রামের শামসু মিয়ার ছেলে শাকিল আহমেদ (২৬) ও আফজাল আহমেদ জনি (১৯)। অভিযানে অংশ নেয়া ডিবি পুলিশের উপপরিদর্শক কবির উদ্দিন জানান, শহরের ভেলানগর এলাকার সততা জেনারেল হাসপাতালের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর মাইক্রোবাসে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গাড়ীসহ আটক করা হয়। এসময় তাদের গাড়ী তল্লাশি করে ৩টি চাপাতি, ২টি চাকু জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতির মামলা শেষে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়াদের মধ্যে দুজনের বিরুদ্ধে এর আগেও ডাকাতির মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD