মঙ্গলবার (২৫ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ এর হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাপসী রাবেয়া, শিবপুর উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মহসিন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, সমাজসেবা অফিসার মাহমুদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, শিবপুর প্রেসক্লাবের আহ্বায়ক কামাল প্রধান, সাবেক সভাপতি এসএম খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম রিপনসহ শিবপুর উপজেলার প্রান্তিক পর্যায়ের মাছ চাষীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মাছ চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।