নিজস্ব প্রতিনিধি :
নরসিংদীর মাধবদী থানার অন্তর্গত নুরালাপুর ইউনিয়নের গদাইরচর গ্রামে নিয়মিত ভাড়া দিতে না পারায় ভাড়াটিয়ার হাত ভেঙ্গে দিয়েছে বাড়িওয়ালা। সরজমিনে জানা যায় জয়নাল আবেদীনের ছেলে নূর মোহাম্মদ পেশায় একজন শ্রমিক সে দীর্ঘদিন যাবত গদাইরচর মধ্যপাড়া রহিম ডাক্তারের ছেলে মোতাহারের বাড়িতে বাড়ি ভাড়া নিয়ে স্থানীয়ভাবে শ্রমিকের কাজ করে দিন যাপন করে আসছে। গত ২৭ শে জুলাই ভাড়াটিয়া নুর মোহাম্মদ বাড়ি ভাড়া পরিশোধ করতে না পারায় বাড়িওলা মোতাহার লাঠি দিয়ে আঘাত করে হাত ভেঙে দেয়। বর্তমানে ভাঙ্গা হাত নিয়ে কাজ করতে না পারায় তার চার সন্তান স্ত্রী না খেয়ে মানবতার জীবন যাপন করছে। নূর মোহাম্মদ ন্যায় বিচারের আশায় সমাজের বিত্তবানদের দ্বারে দ্বারে ঘুরছে। এ বিষয়ে বাড়িওলা মোতাহার জানায় ভাড়াটিয়া নূর মোহাম্মদ বেয়াদবি করছে তাই তার বিচার করেছি।