শনিবার ৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকীতে নরসিংদী জেলা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোঃ মুস্তাফিজুর রহমান পিপিএম । এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । উল্লেখ্য যে ১৯৪৯ সালের ৫ ই আগস্ট বাঙালি জাতির ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কুল আলোকিত করে জন্ম নেন বাংলাদেশ আধুনিক ক্রিয়া ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃবীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের বুলেট তার প্রাণ কেড়ে না নিলে হয়তো আজ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের বয়স হতো 74 বছর কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সাংগঠনিকভাবে দক্ষ ও দুর্দশীদৃষ্টি সম্পন্ন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এই উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছি