সংবাদ রিপোর্টঃ
নরসিংদী সদর চিনিশপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য খলিলুর রহমানকে খুপিয়ে আহত করেছে মাদক ব্যবসায়ীরা।
৯ আগষ্ট সকালে মাদক ব্যবসায়ীরা সোনাতলা গ্রামে খলিলের বাড়ির গেইট ভেঙে গিয়ে মারার উদ্দেশ্য কুপায়।
জানাযায়, খলিলুর রহমান ইউপি সদস্য হওয়ার পর থেকে এলাকায় মাদক,সন্ত্রাসের বিরুদ্ধে কাজ শুরু করেন। এতে একই এলাকার মাদক ব্যবসায়ী মনির,ফরহাদ,সাব্বির উভয় পিতা মুজিবুর রহমান ও মাসুদ ক্ষিপ্ত হয়ে খলিলকে মারার উদ্দেশ্য কুপায়।
এবিষয়ে খলিলের স্ত্রী জানান,রাতে প্রশাসনের লোকজন মনিরের বাড়িতে যায় এতে মনির এসে আমার স্বামীকে মেরে ফেলার উদ্দেশ্য কুপিয়েছে।
এবিষয়ে এলাকাবাসীর বক্তব্য নিতে গেলে কেউ মুখ খুলতে রাজিনা।
সন্ত্রাসীদের ভয়ে কেউ কোন প্রকার তথ্য দিতে রাজিনা।এলাকায় থমথমে অবস্থা যেকোন সময় বড় ধরনে ঘটনা ঘটতে পারে।
চিনিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন বলেন, সন্ত্রাসীরা আমার ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য খলিলুর রহমান কে কুপিয়ে আহত করেছে।তিনি মুমূর্ষু অবস্থায় ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।