শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার হাসান উল হক সানি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত।সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব, নায়েব, পুটিয়া ইউনিয়ন এর সকল বীরমুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, ইউনিয়নের সকল স্বাস্থ্যকর্মী, ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।