উক্ত খেলায় “পুলিশ অফিস একাদশ দলের খেলাটির অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নরসিংদী এস.এ.এম. ফজল-ই-খুদা এবং “পুলিশ লাইনস একাদশের ” অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), নরসিংদী সামসুল আরেফীন। খেলায় চ্যাম্পিয়ন হন পুলিশ অফিস একাদশ ।