নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা এবং নির্বাচন আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । ২ ডিসেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার ড. বদিউল আলম। সভায় নরসিংদী জেলার ৬টি পৌরসভার মেয়রগণ ও ৭১টি ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জনপ্রতিনিধিবৃন্দকে আচরণ বিধিমালার লিফলেট বিতরণ, নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে জরুরি নির্দেশ প্রদান করা হয়।