নিজস্ব প্রতিনিধি : নরসিংদী- ৩ শিবপুর আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর পরিবেশ অনুকূলে রাখতে তৎপর শিবপুর উপজেলা প্রশাসন। এ উপলক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচনী পরিবেশ, প্রার্থীদের নির্বাচন প্রচারণার ক্যাম্প পরিদর্শন করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব। এ সময় তার সাথে ছিলেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি )মামুদুল হাসান রাসেল, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন। উপজেলায় কোন প্রার্থী, প্রার্থীর কর্মী, সমর্থকদের দ্বারা কোন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা বা কোন ধরনের সহিংসতা হচ্ছে কিনা এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব এর নির্দেশে কঠোর নজরদারিতে রয়েছেন প্রশাসন।