সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
শিবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্ডপে অনুদান বিতরণ শিবপুরে তোফাজ্জল হোসেন মাষ্টারের ব্যক্তিগত কার্যালয়ের উদ্বোধন  নরসিংদী কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী নরসিংদীতে পি‌বিআইয়ের হা‌তে হত্যা মামলার ২আসামী গ্রেফতার নরসিংদীতে পূর্ব শক্রতার জের ধরে জবাই করে হত্যা শিবপুরে চক্রধা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত জাঙ্গালিয়া বাজারে মেসার্স ফাইজা ট্রেডার্স এর শুভ উদ্বোধন বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে যোগদানকৃত জেলা প্রশাসক এর দায়িত্বভার গ্রহণ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষক শিউলি আক্তার বদলি

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষক শিউলি আক্তার বদলি

নরসিংদী প্রতিনিধি: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তারকে বদলি করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখার সহকারী পরিচালক (মাধ্যমিক-১) দুর্গা রানী সিকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তার, নরসিংদী সদর, নরসিংদীকে কালিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালিগঞ্জ, গাজীপুরে এবং কালিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আহেদকে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নরসিংদী সদর, নরসিংদীতে পরবর্তী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বদলিভিত্তিক পদায়ন করা হয়েছে। জানা যায়, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তারের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রবেশে বাধা, শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ, নিম্নমানের খাবার পরিবেশন ও অসৌজন্যমূলক আচরণসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলেন শিক্ষার্থীরা। যার প্রেক্ষিতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা। এ দিকে সোমবার (২৯ জানুয়ারি) সকালে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটকে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে ক্লাস বর্জন করেন। তবে এ সময় শিক্ষকদের স্কুলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। পরে প্রধান শিক্ষকের বদলির খবরে আন্দোলনরত শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD