নরসিংদীর শিবপুরে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ নারায়ণগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী কমিশনার জাহিদুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মনির হোসেন, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম,পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ।