নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদীর শিবপুর উপজেলায় ইউনিয়ন ভিত্তিক সমন্বিত কর্ম পরিকল্পনা বিষয়ক মত বিনিময় ও পর্যালোচনা সভা গত ২২ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান। সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শ্যামল চন্দ্র বসাক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুঁইয়া রাখিল, উপজেলা সহকারী (ভুমি) কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মেরাজুল হক মেরাজ, যশোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহমেদ প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব চক্রবর্তী। জেলা প্রশাসক উপজেলার ইউএনও, এসিল্যা ন্ট পৌরসভারসহ বিভিন্ন প্রকল্প দর্শন, উপজেলার ভূমিহীনদের কবুলিয়াত জমির দলিল হস্তান্তর, ঋণ বিতরণ ও প্রবাসী কল্যাণ ব্যাংকের উদ্বোধন করেন। জেলা প্রশাসক শিবপুর উপজেলা ভূমি অফিস এর অধীনে নয়টি ইউনিয়নের ভূমি অফিসের অধীনে সিসি ক্যামেরার উদ্বোধন করেন। সামগ্রীক অনুষ্ঠান শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজন অনুষ্ঠিত হয়েছে এবং জেলা প্রশাসককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়েছে।উক্ত অনুষ্ঠানে শিশু শিল্পী ইফাদ রাখিল রাতিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রাসেলকে নিয়ে দুটি গান পরিবেশন করেন।