শনিবার, ২৭ Jul ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ নরসিংদী বেলাবতে ব্যবসায়ীর বাড়িতে হামলা,প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর. পক্ষ থেকে এমপিকে উষ্ণ সংবর্ধনা পলাশে তিন বছরের শিশু মাইশার লাস উদ্ধার আটক ৩ নরসিংদী জেলা শিবপুর উপজেলায় সরকারি ইটের সলিং রাস্তা উঠিয়ে ফেলেছে দুষ্কৃতকারীরা বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য অকুতোভয় রাজনীতিক প্রখ্যাত সাংবাদিক কামাল হায়দার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত এশাআতে দ্বীন নু্রানী তালিমূল কোরআন ক্যাডেট মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পু্রুষ্কার বিতরণ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে……… আলহাজ্ব মোঃ সামসুল ইসলাম মোল্লা নরসিংদীর শিবপুর সাব রেজিস্ট্রার নেই ..হতাশায় গ্রাহক চিত্রশিল্পী আল-আমীনের আঁকা ছবি গুলো সংরক্ষণের প্রয়োজন
সবুজ পাহার ডিগ্রি কলেজের অধ্যক্ষের সফলতার দশ বছর

সবুজ পাহার ডিগ্রি কলেজের অধ্যক্ষের সফলতার দশ বছর

নিজস্ব প্রতিবেদকঃ

শিবপুর উপজেলার সবুজ পাহাড় ডিগ্রি কলেজ পাহাড়ী অঞ্চলের শিক্ষার মান বৃদ্ধি করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল। স্থানীয় ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার প্রেরণা যোগিয়েছিল উক্ত প্রতিষ্ঠানটি। সুশীল সমাজের নিবির পর্যবেক্ষনে কলেজটি আজ আদর্শ বিদ্যাপিঠে পরিনত হয়েছে। কলেজ উন্নয়নের পেছনে অধ্যক্ষের ভূমিকা ছিল প্রশংসনিয়। ২০১০ ইং সনে অধ্যক্ষের দায়িত্ব নেয় উক্ত কলেজের শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন। অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর সাহসী ভূমিকা নিয়ে সফল নেতৃত্বের মাধ্যমে ডিগ্রি কলেজের আবেদন করা হয়। সকলের সহযোগীতা ও প্রচেষ্টায় আজ ডিগ্রি কলেজে উন্নীত হয়েছে। গত ১০ বছরে অধ্যক্ষের দুরদর্শিতার কাঠামোগত উন্নয়নসহ শিক্ষার মান অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ৬২ জন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী নিয়ে কলেজটি পরিচালিত হচ্ছে। ৩ টি বিষয়ে অনার্স সহ প্রায় ১৪০০ অর্ধিক শিক্ষার্থী রয়েছে বর্তমান কলেজে। ২০২০ সালে এইচ.এস.সি পরীক্ষার্থী ছিল ৩৮৫ জন, নতুন ভর্তি হয়েছে ৪৯২ জন ও ভর্তি অপেক্ষামান আছে ৬০ জন। স্থানীয় সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিন স্যার অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর থেকে নিরলস পরিশ্রমের মাধ্যমে কলেজের ব্যাপক উন্নয়ন হয়েছে। যাহা সফলতা ও প্রশংসার দাবীদার তিনি। দীর্ঘ ১০ বৎসর তিনি কলেজটিকে নিজ সন্তানের মতো ভালোবেসে ব্যাপক উন্নয়ন সহ শিক্ষারমান বৃদ্ধি ও আদর্শ বিদ্যাপিঠে পরিণত করেছে।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD