মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত শিবপুরে ঘা”তক স্বামী ও শাশুড়ি গ্রেফতার নরসিংদী প্রেসক্লাবের বয়োজেষ্ঠ্য সাংবাদিক আবু তাহের এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার এর সুস্থতা কামনায় দুলালপুর ইউনিয়ন বিএনপি আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত নরসিংদী জেলার শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নরসিংদীতে মেম্বারকে কুপিয়ে হত্যা করলো প্রতিপক্ষ শিবপুরে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন এর উপর মোবাইল কোর্ট পরিচালিত শিবপুরে বিএনপি নেতার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুরে আগুন লেগে ১১ টি দোকান ভস্মীভূত নরসিংদীতে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী কতৃর্ক ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
চোর চক্রের আন্তজেলা তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা

চোর চক্রের আন্তজেলা তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা

নিজস্ব প্রতিবেদকঃ

নরসিংদীতে ব্যাটারিচালিত অটোরিকশা চোর চক্রের আন্তজেলা তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।রবিবার (০১ নভেম্বর) রাতে শিবপুর মডেল থানাধীন সিএনবি বাজার হতে তাদের গ্রেফতার করা হয়।এসময় চুরিকৃত ৬টি অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার পাতাঘাট গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে বাছির মিয়া (২৩), শিবপুর থানার বাড়ৈওগাও গ্রামের মৃত-জজ মিয়ার ছেলে তারেক মিয়া (২২) ও মনোহরদী থানার দিঘাকান্দি গ্রামের মৃত-রমিজ উদ্দিন এর ছেলে জাহাঙ্গীর আলম মাসুদ (৫৫)। নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক ও মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জাকির হোসেন নামে এক ব্যক্তি রবিবার (০১ নভেম্বর) নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে মৌখিক অভিযোগ করেন। অভিযোগে জানান, তিনি একটি ব্যাটারিচালিত অটোরিকশা বাছির মিয়া নামে এক লোককে ভাড়ায় দেন। কিছুদিন চালানোর পর ২৮ অক্টোবর হতে অটোরিকশাসহ বাছিরকে আর পাওয়া যাচ্ছে না। এমন অভিযোগের ভিত্তিতে ডিবির এসআই মাহমুদুল হাসান মারুফ ও এসআই মাহমুদুল হাসান আসামী শনাক্ত করেন এবং অভিযোগকারীসহ ওই রাতে অভিযান পরিচালনা করেন।শিবপুর মডেল থানাধীন সিএন্ডবি বাজারে পরিচালিত অভিযানে বাছির মিয়াকে আটক করা হয় এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে মনোহরদী থানাধীন নারান্দি এলাকা হতে চোরাই যাওয়া অটোরিকশা উদ্ধারসহ ৬টি অটোরিকশা ও ৬টি ব্যাটারী, ৮টি চার্জার উদ্ধার এবং আরও দুই আসামী গ্রেফতার করা হয়। আসামীরা অভিনব প্রক্রিয়ায় কখনো চালক সেজে বিশ্বাস স্থাপন করে প্রতারণা করে, কখনো ড্রাইভারকে অজ্ঞান করে, কখনো ড্রাইভারকে মারপিট করে, অটোরিকশা চুরি/ছিনতাই করে থাকে। তারা নরসিংদীসহ পার্শ্ববর্তী জেলা হতে অটোরিকশা চুরি করে রং পরিবর্তন করে বিক্রি করে আসছে। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD