মাধাবদী (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর মাধবদীতে তরুন আলো নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে মাধবদী থানাধীন মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া দারুল হুদা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রাঙ্গনে এ মেডিক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় দুই শতাধিক নারী, পুরুষসহ শিশুদের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
তরুন আলো সামাজিক সংগঠনের সভাপতি ডা. রাকিবুল ইসলাম আসিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবুল হাসান।
মেডিকেল ক্যাম্পে রোগীদেরকে চিকিৎসা প্রদান করেন ভগিরথপুর উপ স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার ডাক্তার আকলিমা খাতুন।
মেডিকেল ক্যাম্পে রোগিদের চিকিৎসা পত্রে ঔষুদের ব্যয় বহন করেন ইউপি চেয়ারম্যান। এসময় ইউপি সদস্য মো: তুহিন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তরুন আলো সামাজিক সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল ৯টা থেকে একটানা বিকেলে ৪টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়।