নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা আজ শনিবার সকালে আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদরের এমপি লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ শিহাব উদ্দীন। অতিরিক্ত জেলা প্রশাসক কাউসার আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর, আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট এর অধ্যক্ষ আশরাফুল ইসলাম, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি এড.নজরুল ইসলাম রিপন, আফতাব উদ্দিন ভূইয়া, হাবিবুর রহমান হাবিব, কফিল উদ্দিন ভূইয়া বাচ্চু, আনোয়ার হোসেন, ডাঃ আলাল, মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, জিয়াউদ্দিন ভূইয়া নয়ন, জয়দেব বর্মন প্রমুখ।