নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার কোচেরচর জনবলহীন বৃদ্ধার বসত ভিটা জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। কোচেরচর গ্রামের মৃত সিরাজ উদ্দিন এর পুত্র বৃদ্ধা জয়নালের পুলিশ সুপার এর নিকট লিখিত অভিযোগের সূত্রে জানা যায়, ঘটনার দিন একই গ্রামের রুস্তম আলী, শাহনাজ, সানিয়াদ, হানিফা সহ অজ্ঞাত ৪/৫ জন পরস্পর যোগসাজসে দলবদ্ধ হইয়া দা, সাবল, লাঠিসহ দেশিয় অস্ত্রে সজ্জিত হইয়া ঘরটি ভাংচুর করিয়া নিয়া যায় এবং ঐ স্থানে নতুন করিয়া স্থাপনা নির্মাণ কাজ শুরু করে। এতে জয়নাল ও তার স্ত্রী বাধা দিলে রুস্তম আলী তার হাতের দা দিয়ে জয়নালের মাথায় আঘাত করে। এতে মারাত্মক রক্ত কাঁটা জখম হয়। জয়নালের স্ত্রীকে পিটাইয়া টানা হেচড়া করিয়া নীলাফুলা জখম ও শ্লীলতাহানী ঘটায় এবং গলায় থাকা ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা মূল্যের এক ভরি ওজনের একটি চেইন নিয়া যায়। তাদের চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে আসিয়া জয়নালকে ও তার স্ত্রীকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারী হাসপাতালে চিকিৎসা করায়। হামলাকারীরা বসতভারী ভাংচুর করে প্রায় ৮০,০০০/- (আশি হাজার) টাকার অর্ধিক ক্ষতি সাধন করে এবং হামলাকারী বলে এই বিষয়ে আইনে পদক্ষেপ নিলে খুন জখম করিয়া লাশ গুম করিয়া ফেলবে মর্মে হুমকি প্রদান করে। জয়নাল বিচারের আশায় থানায় অভিযোগ ও আদালতে একটি মামলা করে, যাহার মামলা নং- ৫০৪/২০। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।