নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদী সদর উপজেলার করিমপুর ও রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
নবনির্বাচিত দুই ইউনিয়ন নরসিংদী সদর উপজেলার করিমপুর ও রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ গ্রহন করান নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
জেলা প্রশাসক নবনির্বাচিত চেয়ারম্যানগণকে উদ্দেশ্য করে বলেন, ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের প্রাচীন ও গুরুত্বপূর্ন স্তর। তিনি জনপ্রতিনিধি হিসেবে বিভিন্ন পর্যায়ের জনগণকে সেবা করার অবারিত সুযোগকে কাজে লাগিয়ে জনকল্যানে কাজ করার জন্য নির্দেশনা দেন। শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর এবং রায়পুরা উপ-পরিচালক (স্থানীয় সরকার), উপজেলা নির্বাহী অফিসার।