নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদীর জনবান্ধব জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন এঁর নির্দেশনায় ১৭ নভেম্বর বাদ আসর নরসিংদী কালেক্টরেট জামে মসজিদে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ দেশ বিদেশে সকল করোনা আক্রান্ত ব্যক্তিদের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। এ সময় স্থানীয় সরকার উপ-পরিচালক ভূঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকি, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ শাহরুখ খান, নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মোর্শেদ শাহরিয়ার, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির মহাসচিব শাহরিয়ার আহমেদসহ ধর্ম প্রাণ মুসল্ উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন নরসিংদী কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা নাসির উদ্দিন কাশেমী।
মোনাজাত শেষে মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।