মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত শিবপুরে ঘা”তক স্বামী ও শাশুড়ি গ্রেফতার নরসিংদী প্রেসক্লাবের বয়োজেষ্ঠ্য সাংবাদিক আবু তাহের এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার এর সুস্থতা কামনায় দুলালপুর ইউনিয়ন বিএনপি আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত নরসিংদী জেলার শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নরসিংদীতে মেম্বারকে কুপিয়ে হত্যা করলো প্রতিপক্ষ শিবপুরে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন এর উপর মোবাইল কোর্ট পরিচালিত শিবপুরে বিএনপি নেতার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুরে আগুন লেগে ১১ টি দোকান ভস্মীভূত নরসিংদীতে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী কতৃর্ক ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় তিনটি ইটভাটায় ১৫ লাখ টাকা জরিমানা, গুড়িয়ে দিল ইটভাটা

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় তিনটি ইটভাটায় ১৫ লাখ টাকা জরিমানা, গুড়িয়ে দিল ইটভাটা

ডেস্ক রিপোর্ট:

নরসিংদীর রায়পুরা ও বেলাবোতে পরিবেশ দূষণ বিরোধী অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে গুড়িয়ে দেয়া ও পরিবেশ দূষণের অভিযোগে ১৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদফতর।

রোববার দুই উপজেলার ইটভাটাগুলোতে দিনব্যাপী অভিযান চালিয়ে এসব সাজা দেন পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহম্মেদ। এসময় তার সঙ্গে ছিলেন নরসিংদীর পরিবেশ অধিদফতরের উপপরিচালক মুহম্মদ হাফিজুর রহমান।

অভিযানে সহযোগিতা করেন স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। এসময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তিনটি ইটভাটাই ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। ইটভাটা তিনটি হল, রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামের আবদুল ওয়াদুদের মালিকানাধীন ফাইভ স্টার ব্রিক ফিল্ড ও রাধানগর গ্রামের আসাদুজ্জামানের মালিকানাধীন পেরাগী ব্রিক ফিল্ড এবং বেলাবো উপজেলার আমলাব ইউনিয়নের আমলাব গ্রামের বশির আহমেদের মালিকানাধীন এসবিএ ব্রিক ফিল্ড। তিনটি ইটভাটার প্রত্যেকটি থেকে পাঁচ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদফতর বলছে, পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্সসহ কোনরকম বৈধ কাগজপত্র ছাড়াই ভাটা তিনটিতে ইট বানানো হচ্ছিল। এছাড়া বিদ্যালয় ও লোকালয়ের কাছাকাছি কৃষি জমি নষ্ট করে দীর্ঘদিন ধরে কার্যক্রম চালানোর অভিযোগ আছে ভাটা তিনটির বিরুদ্ধে। এসব অভিযোগ ও নিজস্ব মনিটরিং এর ভিত্তিতে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত এসব অভিযান চালায়। এসময় ভাটা তিনটির কিলন ভ্যাকু মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে তা ধ্বংস করা হয়।

পরিবেশ অধিদফতরের উপপরিচালক মুহম্মদ হাফিজুর রহমান জানান, অভিযানে তিনটি ইটভাটা থেকে ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনটি ইটভাটারই কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটাবিরোধী আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD