শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
শিবপুরে জমি দখল সংক্রান্ত বিরুধে রাসেল মোল্লা ও জুয়েল রানার মধ্যে একাধিক অভিযোগ সহকর্মীদের ফুলেল শুভেচছায় সিক্ত হলেন মমতাজ নরসিংদীর পলাশে জমি সংক্রান্ত বিরুধের জের ধরে সন্ত্রাসী হামলা আহত ১ নরসিংদী’র কৃতি সন্তান প্রফেসর ড. মনিরুজ্জামান আর নেই বৈষম্য বিরোধী আন্দোলনে শিবপুরে শহীদ পরিবারকে তারেক রহমানের উপহার প্রদান নরসিংদীতে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যৌথ সভা বন্যা কবলিত এলাকায় উদ্ধার বিষয়ে মনিটরিং সেল চালু উদ্ধারকৃত ৬০অস্ত্র, গুলি ও ম্যাগাজিন নরসিংদী সেনাক্যাম্প র‍্যাব-১০ এর কাছে হস্তান্তর করেন নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সেনাবাহিনীর একটি টিম কতৃক নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি অস্ত্র এবং বুলেট উদ্ধার
সম্মানীভাতা, ভ্রমণভাতা ও আপ্যায়ন ভাতা আত্মসাৎতের অভিযোগে বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ

সম্মানীভাতা, ভ্রমণভাতা ও আপ্যায়ন ভাতা আত্মসাৎতের অভিযোগে বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ

বেলাব প্রতিনিধিঃ

নরসিংদী জেলার বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বেলাব উপজেলা আ.লীগের সভাপতি মো: সমশের জামান ভূইয়া (রিটন)কে দুইজন ভাইস চেয়ারম্যানের সম্মানীভাতা, ভ্রমনভাতা ও আপ্যায়ন ভাতার অর্থ আত্মসাৎ করার অভিযোগ সরকারের জনস্বার্থে তাকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি ২০২১ইং তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উপজেলা-২ শাখার উপসচিব-মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ প্রদান করা হয়।

যাহার স্বারক নং-৪৬.০০.০০০০.০৫৪.২৭.০১০.২০-১০৮, তাং-১৪/২/২১ইং। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: সমশের জামান ভূইয়া (রিটন) বেলাব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মনিরুজ্জামান ভূইয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন আক্তার খালেদার সম্মানীভাতা, ভ্রমণভাতা ও আপ্যায়ন ভাতার মোট ৭৪ হাজার ৩শত ৬৬ টাকার ৫টি চেকের মাধ্যমে নিয়ম বহির্ভূতভাবে উত্তোলন পূর্বক আত্মসাৎ করেছেন। যেহেতু উপজেলা পরিষদ আইন ১৯১৬ (উপজেলা পরিষদ সংশোধন আইন ২০১১ ধারা সংশোধিত) এবং ১৩ (১) (গ) ধারা লংঘিত হয়েছে।

এমতাবস্থায় নরসিংদী জেলার বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: সমশের জামান ভূইয়া (রিটন) কর্তৃক নিয়ম বহির্ভূতভাবে আত্মসাতের বিষয়টি বিভাগীয় কমিশনার এর তদন্তে প্রমানিত হওয়ায় উপজেলা পরিষদ আইন ১৯১৮ (উপজেলা পরিষদ সংশোধিত ২০১১ ধারা সংশোধিত এর ১৩ (২) ধারা উপজেলা পরিষদ সদস্য ও মহিলা সদস্যদের (অপসারণ, অনাস্থা ও পদ শূণ্যতা) বিধিমালা -২০১৬ মোতাবেক তাকে স্বীয় পদ থেকে অপসারণ করে পদটি শূণ্য ঘোষণা করা হলো এবং বেলাব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান (১) মো: মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীরকে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনা জন্য সার্বিক ক্ষমতা প্রদান করা হলো।

এ আদেশ জনস্বার্থে জারী করা হলো এবং অবিলম্বে তা কার্যকর হবে। বিষয়টি নিয়ে সদ্য বহিষ্কৃত উপজেলা চেয়ারম্যান সমসের জামান ভূঁইয়া রিটন বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যানরা নির্বাচনের সময় তাদের প্রতিশ্রুতি মোতাবেক এক মাসের সম্মানী পার্শ্ববর্তী ফরিদপুর মাজারে অনুদান দিয়েছেন। আমি সেটা উত্তোলন করে মাজারের উন্নয়নে খরচ করেছি। কিন্তু কোনো টাকা আত্মসাৎ করিনি। ওই মাজারের প্রধান খাদেম আমি। এখন তারা ষড়যন্ত্র করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। আমি একাধিকবার এই টাকা ফেরতও দিতে চেয়েছিলাম। কিন্তু তারা নেয়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD