নিজস্ব প্রতিবেদকঃ
ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরাল জাগ্রত জাতিসত্তায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন নরসিংদী জেলা প্রশাসক।
প্রথমবারের মত “ঐতিহাসিক ৭ই মার্চ” দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ে জয় বাংলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরাল জাগ্রত জাতিসত্তায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। এসময় জাতির পিতার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এনামুল হক সাগর (অতিরিক্ত পুলিশ সুপার প্রসাশন) নরসিংদী , বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি ও বেসরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সকল স্তরের জনগণ। নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত পলিশ সুপার নরসিংদী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও পুষ্পস্তবক অর্পণ করেন।