নিজস্ব প্রতিবেদক:
শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, পুটিয়া, জয়নগর, আইয়ুবপুর, চক্রধা,সাধারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব, স্কাউট শিক্ষক নার্গিস সুলতানা। ইউএনও জিনিয়া জিন্নাত শিবপুর উপজেলায় শতভাগ করোনা টিকা সফল ও দেওয়ার ব্যাপারে জনপ্রতিনিধি, শিক্ষক,ইমাম, পুলিশ, সাংবাদিক,আলেম সমাজ সহ সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা চেয়েছেন।