শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
মনোনয়ন যে পায় তার পক্ষেই কাজ করবো———-মন্জুর এলাহী শিবপুরে শহীদ আসাদ দিবস পালিত নরসিংদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে র‍্যাবের অভিযানে অবৈধ পণ্য সহ গ্রেফতার এক নরসিংদীতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ নরসিংদীর রায়পুরায় ভ্রাম্যমান আদালত কে লক্ষ্য করে গুলি নরসিংদীর শিবপুরে তারুণ্য মেলার উদ্বোধন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর প্রতিবাদ লেবুতলা ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটি গঠন কবর বাসীর মাগফিরাত কামনায় হেরার আলো ইসলামী পাঠাগারের আয়োজনে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই – জেলা প্রশাসক

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই – জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা -২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, জলবায়ুর পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। তিনি আরো বলেন, বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিনত করার মাধ্যমে আর্থিক সফলতা অর্জন, টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ করতে হবে। একটি গাছ কাটলে ৫ টি গাছ লাগাতে হবে। সর্বোপরি ভবিষ্যৎ প্রজন্মকে স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ বিনির্মাণে মেলা থেকে গাছ কেনার জন্য নরসিংদী বাসীর প্রতি আহবান জানান।
২৫ জুলাই জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে “বৃক্ষপ্রাণ প্রকৃতি প্রতিবেশ -আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ ”
এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে নরসিংদী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম, নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালের আরএমও ডাঃ এ এম এন মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশীদ, জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) এ কে এম হাসানুর রহমান।
মেলা ২৫ জুলাই থেকে ৩১ শে জুলাই পযর্ন্ত বেলা সকাল ১০ টা হইতে রাত ৮ টা পযর্ন্ত চলবে। মেলায় সর্বমোট স্টল বিশটি স্টল বরাদ্দ দেয়া হয়েছে এখানে দেশি বিদেশি প্রজাতির গাছের চারা পাওয়া যাবে। এই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে লভ‍্যাংশ বিতরণ করা হয়। বিব মানিকদি হইতে শিমুলিয়া এক কিঃমি ১৯৯৪-৯৫ অর্থবছরে সামাজিক বাগানের শিবপুর উপজেলার উপকার ভোগীদের মাঝে লভ‍্যাংশ বিতরন করেন সর্বমোট উপকারভোগী ২৪জন প্রতি জন ৪৪২১৬ টাকা প্রতিজন টাকা গ্রহন করেন। মোট ১০৬১০৮৪ দশ লাখ একষট্রি হাজার একশতো চৌরাশি টাকা। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেন প্রধান অতিথি। পরে নরসিংদী বিয়াম জিলা স্কুল ক্যাম্পাসে একটা পলাশ গাছ রোপণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD