বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
শিবপুর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত নরসিংদী সরকারি কলেজে ছাত্রদলের কমিটি গঠন উপলক্ষে ফরম বিতরণ শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী পৌর শহরের কামারগাঁও এলাকা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার নরসিংদীতে তাঁত বোর্ড শিক্ষার্থীদের নানা দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ নরসিংদীতে ফেসবুকে মহানবী (সা:) কে নিয়ে কটুক্তির অভিযোগে এক যুবক গ্রেপ্তার শিবপুরে থানা থেকে আ:লীগ নেতাকে ছাড়াতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক নরসিংদীতে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন চেয়ারম্যান অনুপস্থিতিতে ভোগান্তি পোহাতে হচ্ছে আয়ুবপুর ইউনিয়ন পরিষদে সর্বস্তরের জনগণ শিবপুর পৌর বিএনপির আয়োজনে সুলতান উদ্দিন মোল্লা স্মরণে আলোচনা সভা
গোল্ডেন এ্যাওর্য়াড পেলেন শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম

গোল্ডেন এ্যাওর্য়াড পেলেন শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলস্থ হোটেল অরনেটে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ আয়োজিত বিশ্ব শান্তি দিবস- ২০২২ উপলক্ষে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপএই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ্যাওয়ার্ড প্রদানের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সাবেক তথ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহদুল হারুন,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক লায়ন মজিবুর রহমান, ডাক্তার ও সমাজসেবক সামিনা আরিফ,মিডিয়া ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শাহ আলম চুন্নু প্রমূখ।
উল্লেখ্য,সাংবাদিকতায় সততা,দক্ষতা ও দায়িত্বশীলতার আলো ছড়িয়ে মফস্বল সাংবাদিকতার মানোন্নয়ন এবং তৃণমূল সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এস.এম খোরশেদ আলম।তারই স্বীকৃতি স্বরুপ শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ তাকে এই সম্মাননা স্মারক দিয়েছেন।
তাছাড়াও তিনি একাধিক সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
পুরস্কার পেয়ে সাংবাদিক খোরশেদ আলম বলেন, এটি শুধুমাত্র আমার পুরস্কার নয়, এই পুরস্কার শিবপুরবাসীর ও উপজেলার সকল সাংবাদিক ভাইদের। এই সম্মাননা স্মারক পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। যারা আমাকে এই পুরস্কার দিয়ে সম্মানিত করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD