নরসিংদী প্রতিনিধিঃ
গত ৭ ডিসেম্বর নরসিংদী সার্কিট হাউজে এক বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে ১ম বর্ষবণ অনুষ্ঠানের। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, আবু নইম মোহাম্মদ মারুফ খাঁন, জেলা প্রশাসক নরসিংদী। এসময় লেডিস ক্লাবের সকল সদস্য গণ উপস্থিত ছিলেন। প্রথম বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভা, প্রদীপ্ত ম্যাগাজিনের মোড়ক উম্মোচন ও বাধঁনহারা থিয়েটার স্কুলের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন হয়।
৭ ডিসেম্বর নরসিংদী সার্কিট হাউজে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে লেডিস ক্লাব নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি রিফাত আখতার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মান্যবর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। অনুষ্ঠান উপস্থাপনা করেন লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক তামান্না আফরিন, এসময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি শেখ মানসুরা আক্তার, সহ সাধারণ সম্পাদিকা রিনাত ফৌজিয়া, ডা: তাসনীম জামান তৃষা, কোষাধ্যক্ষ ডা: উম্মে হানী চায়না, সহ কোষাধ্যক্ষ তাসমিয়া আমরিন, সাংস্কৃতি সম্পাদক ফারাহ বিনতে রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মাহমুদা খাতুন, ক্রীড়া সম্পাদক রেহানা পারভীন, কার্যনির্বাহী সদস্য জেরিন সুলতানা, তানজিলা জান্নাত রেটিনা, টিনপু চাকমা, মীর ফারহানা হক ও শাহীন সুলতানাসহ সরকারি কর্মকর্তা ও লেডিস ক্লাবের অন্য আন্ন্য সকল সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, ২০৪১ সালের উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমাজের সকল ক্ষেত্রে নারীদের সমঅধিকার নিশ্চিত করণে কাজ করছে লেডিস ক্লাব। নরসিংদীর অবহেলিত দুঃস্থ ও পিছিয়ে পড়া নারীদের চিহ্নিত করে তাঁদের দিকে সহায়তা ও সহমর্মিতার হাত প্রশস্তকরণে লেডিস ক্লাব নরসিংদীর অগ্রযাত্রা অব্যাহত থাকবে, আমার বিশ্বাস।