নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান মোল্লা (২০) ও দিদার মিয়া (১৭) নামে কলেজ ও স্কুল পড়ুয়া ছাত্রের দুই কিশোরের মৃত্যূ হয়েছে। সোমবার দুপুরে রায়পুরা পৌর এলাকার ৬নং ওয়ার্ডের মহিষমারা গ্রামের বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে। নিহত রায়হান মোল্লা সৌদী প্রবাসী কাজল মোল্লার ছেলে ও রায়পুরা সরকারী কলেজের ১ম বর্ষের ছাত্র ছিল এবং দিদার মিয়া দুবাই প্রবাসী আমার উল্লার ছেলে ও সেরাজনগর এমএ পাইল মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসপি পরিক্ষার্থী ছিল। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। আহতরা হলেন, মৃত ফজলু মিয়ার ছেলে হাছান মিয়া (৩৩), আমিন মিয়ার ছেলে শামীম মিয়া (১৯) ও মুসা মিয়ার ছেলে কারী মিয়া (২০)। প্রত্যক্ষদর্শী ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, রায়পুরা পৌরসভার থেকে একটি সোলার স্টিক গ্রামের সড়কের পাশে বসানো হযেছিলো। দিনে ঔ সোলারে রোদ্রের আলো কম পড়ায় রাতে তা অল্প সময় আলো দেয় । ফলে একটু রাত বেশী হলেই এলাকাবাসী ভোগান্তিতে পড়ে। স্থানীয়দের মতামতের ভিত্তিতে এলাকার কয়েকজন যুবক এটিকে সরিয়ে রোদ্রমুখি করে দেবার উদ্যোগে নেয়। সোমবার দুপুরে সোলার স্টিকটি সরিয়ে আনার সময় পাশে থাকা বিদ্যুতের তারে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্টের দূঘর্টনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিদারকে মৃত ঘোষণা করেন এবং রায়হানকে নরসিংদীর সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। রায়হানকে নরসিংদীর সদরে নিয়ে যাওয়ার পথে তার মুত্যু হয়। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন।