বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন

শিরোনাম :
শিবপুরে জমি দখল সংক্রান্ত বিরুধে রাসেল মোল্লা ও জুয়েল রানার মধ্যে একাধিক অভিযোগ সহকর্মীদের ফুলেল শুভেচছায় সিক্ত হলেন মমতাজ নরসিংদীর পলাশে জমি সংক্রান্ত বিরুধের জের ধরে সন্ত্রাসী হামলা আহত ১ নরসিংদী’র কৃতি সন্তান প্রফেসর ড. মনিরুজ্জামান আর নেই বৈষম্য বিরোধী আন্দোলনে শিবপুরে শহীদ পরিবারকে তারেক রহমানের উপহার প্রদান নরসিংদীতে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যৌথ সভা বন্যা কবলিত এলাকায় উদ্ধার বিষয়ে মনিটরিং সেল চালু উদ্ধারকৃত ৬০অস্ত্র, গুলি ও ম্যাগাজিন নরসিংদী সেনাক্যাম্প র‍্যাব-১০ এর কাছে হস্তান্তর করেন নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সেনাবাহিনীর একটি টিম কতৃক নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি অস্ত্র এবং বুলেট উদ্ধার
রায়পুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ছাত্রের মৃত্যু

রায়পুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান মোল্লা (২০) ও দিদার মিয়া (১৭) নামে কলেজ ও স্কুল পড়ুয়া ছাত্রের দুই কিশোরের মৃত্যূ হয়েছে। সোমবার দুপুরে রায়পুরা পৌর এলাকার ৬নং ওয়ার্ডের মহিষমারা গ্রামের বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে। নিহত রায়হান মোল্লা সৌদী প্রবাসী কাজল মোল্লার ছেলে ও রায়পুরা সরকারী কলেজের ১ম বর্ষের ছাত্র ছিল এবং দিদার মিয়া দুবাই প্রবাসী আমার উল্লার ছেলে ও সেরাজনগর এমএ পাইল মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসপি পরিক্ষার্থী ছিল। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। আহতরা হলেন, মৃত ফজলু মিয়ার ছেলে হাছান মিয়া (৩৩), আমিন মিয়ার ছেলে শামীম মিয়া (১৯) ও মুসা মিয়ার ছেলে কারী মিয়া (২০)। প্রত্যক্ষদর্শী ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, রায়পুরা পৌরসভার থেকে একটি সোলার স্টিক গ্রামের সড়কের পাশে বসানো হযেছিলো। দিনে ঔ সোলারে রোদ্রের আলো কম পড়ায় রাতে তা অল্প সময় আলো দেয় । ফলে একটু রাত বেশী হলেই এলাকাবাসী ভোগান্তিতে পড়ে। স্থানীয়দের মতামতের ভিত্তিতে এলাকার কয়েকজন যুবক এটিকে সরিয়ে রোদ্রমুখি করে দেবার উদ্যোগে নেয়। সোমবার দুপুরে সোলার স্টিকটি সরিয়ে আনার সময় পাশে থাকা বিদ্যুতের তারে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্টের দূঘর্টনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিদারকে মৃত ঘোষণা করেন এবং রায়হানকে নরসিংদীর সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। রায়হানকে নরসিংদীর সদরে নিয়ে যাওয়ার পথে তার মুত্যু হয়। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD