নিজস্ব প্রতিবেদক
নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের দক্ষিন চরভাসানিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ড্রেজার ব্যবসায়ী খুন হয়েছে। নিহত ড্রেজার ব্যবসায়ী বসির মোল্লা (৪০) দক্ষিন চরভাসানিয়া গ্রামের আব্দুল কুদ্দুছ মোল্লার পুত্র। নিহতের ভাই কামরুল ইসলাম (৩০) বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেছেন, যাহার নং- ০৩, তারিখঃ ০৫/০২/২০২১ইং, ধারাঃ ৩০২/৩৪ দঃবিঃ। মামলা সূত্রে জানা যায়, দক্ষিন চরভাসানিয়া গ্রামে বিভিন্ন বিষয়াদি নিয়ে দুটি দলে বিভক্ত হয়েছে। একটি দলের অন্তর্ভূক্ত নিহত বসির মোল্লা। অপর একটি দলের নেতৃত্ব দেন একই গ্রামের আবু দাইয়ান। পূর্ব বিরোধিতার জের ধরে গত ০৪/০২/২০২১ইং তারিখ সন্ধ্যা অনুমান ৭ ঘটিকা সময় বসির মোল্লা বাড়ী থেকে খাওয়া দাওয়া শেষ করে নদীর পাড় ড্রেজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে মুজিবুর এর বাড়ীর সামনে গেলে পূর্ব হইতে উৎপাতিয়া থাকা ব্যাক্তিগণ বসির মোল্লার উপর অতর্কিত হামলা করে। বসির মোল্লা প্রাণে বাঁচার জন্য উক্ত স্থান হইতে পূর্ব দিকে দৌড়াইয়া আমজাদ (৪০) এর বাড়ীর সামনে রাস্তায় হোচট খেয়ে পরে গেলে ১। আবু দাইয়ান (৫৩) এর নেতৃত্বে ২। সুমন (৩০), ৩। হাবিবুর রহমান হাবি (৪৫), ৪। জামাল (২২), ৫। শফি (৪২), ৬। সৌরভ (২০), ৭। শহিদ উল্লাহ (৪৫), ৮। হেলাল উদ্দিন (৬৫), ৯। সাদেকুর রহমান (২৬), ১০। অহিদ উল্লাহ (৪৫), ১১। নুরুল ইসলাম (৪০), ১২। রানা (৩২), ১৩। আমান (৪৮), ১৪। বেনু (৪৫), ১৫। শব্দর (৩৫), ১৬। স্বপ্ন ভান্ডারি (৫০), ১৭। নাদিম (২৪), ১৮। ফারুক (৪৫), ১৯। বাবু (২০), ২০। ইউনুছ (৪০), ২১। আবুল (৩০), ২২। তাহের আলী (৪৫), ২৩। সবুজ (২৮), ২৪। বাতেন (৫২), ২৫। কাশেম (৪০) সহ অজ্ঞাত ১৫/২০ জন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে বসির মোল্লার উপর এলোপাথারি হামলা করে ও ঘটনাস্থলে মৃত্যু নিশ্চিত করিয়া চলিয়া যায়। মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে থেকে মৃত দেহের সুরতাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। এ বিষয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।