নরসিংদী জেলা পুলিশ কর্তৃক ওয়ারেন্ট নিষ্পত্তি সহ পেশাদারিত্বের সাথে কাজ করায় পুরস্কার প্রদান করা হয়। চলমান বিশেষ অভিযানে ওয়ারেন্ট নিষ্পত্তি সহ অন্যান্য প্রতিরোধমূলক কর্মকাণ্ডে ধারাবাহিক সাফল্য বজায় রাখায় অফিসার ইনচার্জ, মাধবদী থানা মোঃ সৈয়দুজ্জামান, এসআই/মোঃ তানভীর আহমেদ, এসআই/মোঃ সানোয়ার হোসেন সেলিম ও এএসআই/রুবেল মিয়াকে আর্থিক পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম। উক্ত পুরস্কার প্রদানের মাধ্যমে তাদের উৎসাহ প্রদান করা হয় এবং ভবিষ্যতে তারা পেশাদারিত্বের সাথে কাজ করে সাফল্যের ধারা অব্যাহত রাখবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করা হয়।