নিজস্ব প্রতিবেদকঃ
৯ই অক্টোবর শনিবার সকালে নরসিংদী বানিয়াছল পৌর ঈদগাহ ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন ও বিকেলে নরসিংদীর পৌর শহীদ মিনারে ৬ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আনন্দ উৎসব মুখর পরিবেশে এ দুইটি ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । ৩ নং ওয়ার্ডের সম্মেলনে সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল আহমেদ । ৬ নং ওয়ার্ডের সভাপতি করেন সিনিয়র সহ-সভাপতি মহসিন মিয়া । উভয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নরসিংদী সদরের সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল অব নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ আফতাব উদ্দিন ভূইয়া। সম্মেলন দুটি উদ্বোধন করেন পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণত সম্পাদক দীপক সাহা। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ তাতী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মোন্তাজ উদ্দিন ভুইয়া, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক অলিউল আজিম, নরসিংদী জেলা শ্রমিক লীগের আহবায়ক মোঃরিপন সরকার, নরসিংদী সরকারি বিশ্ববিদ্যালয়ে কলেজের সাবেক ভিপি মিয়া মোঃ মঞ্জুর, নরসিংদী জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এস এম কাইয়ুম, নরসিংদী জেলা আওয়ামী লীগের নেতা শাখাওত হোসেন মোল্লা, আমিনুল ইসলাম, মনিরুজ্জামান ছোট্ট , আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । কাউন্সিলর ও ডেলি ক্যাডারদের মতামতের ভিত্তিতে ৩ নং ওয়ার্ড পুনরায় সভাপতি নির্বাচিত হন জামাল আহমেদ, সাধারণ সম্পাদক গৌরব সরকার, ৬ নং ওয়ার্ড সভাপতি নির্বাচিত হন কাউন্সিলর সাফিউল ইসলাম, সাধারণ সম্পাদক রকিব মিয়া । শান্তি-শৃঙ্খলা ভাবে কাউন্সিল সমাপ্ত হয় ।