শিবপুর প্রতিনিধিঃ
নরসিংদী শিবপুর মডেল থানায় জেলা বিএনপির সহ-সভাপতি, নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান, হাজী আবেদ আলী স্মৃতি সংসদের উপদেষ্টা, আলহাজ মনজুর এলাহীর নামে দায়েরকৃত মামলায় জামিন নিতে নেতাকর্মীদের সাথে নিয়ে হাইকোর্ট যান। ৯ ফেব্রুয়ারি বুধবার আদালত কর্তৃক ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজল এ মামলার আইনি লড়াই করেন।
এ ব্যাপারে নেতা-কর্মীদের সাথে কথা হলে, নেতাকর্মীরা বলেন আমরা খুবই আনন্দিত হয়েছি। তবে আমাদের নেতা মঞ্জুর এলাহী কোন অপরাধ করেনি অযথা রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।