নিজস্ব প্রতিবেদক:
৮ফেব্রুয়ারি প্রকাশিত ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক পরিক্ষার ফলাফল ধারাবাহিক সফলতা অব্যাহত রেখেছে নরসিংদী পাবলিক কলেজ। এবছর মোট পরিক্ষার্থী ছিল ৪১২জন জিপিএ-৫ পেয়েছেন ১১৭জন। শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস,হোম ভিজিট, টিউটোরিয়াল ও মাসিক পরীক্ষা নাসিং ক্লাস শৃংক্ষলা সবকিছুর সমন্বয়ে ফলাফল হয়েছে। বর্ত্যমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ৬৫০জন ছাত্র ছাত্রী রয়েছে। অধ্যক্ষ মোঃ আশরাফুল হক এর নেত্রিত্বে অভিজ্ঞ শিক্ষক নিয়ে ও নরসিংদী ইনোভেশন ওয়েলফেয়ার ট্রাষ্ট কর্তৃক পরিচালিত মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছিল নরসিংদী পাবলিক কলেজ। উল্লেক্ষ ২০১৪ইং সালে নরসিংদী প্রণকেন্দ্র ২১৭/ ৩ পশ্চিম ব্রাহ্মন্দীতে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে।