বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক রাখতে দুদিনের এক অনানুষ্ঠানিক সফরে ঢাকায় রয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা। সফরের প্রথম দিন গতকাল তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। আজ পররাষ্ট্র সচিবের সাথে দেখা করার কথা রয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঢাকার বাইরে থাকায় তার সাথে সাক্ষাৎ হবে না বাংলাদেশের সাবেক এ ভারতীয় হাইকমিশনারের।