নিজস্ব প্রতিবেদকঃ
০৬ ডিসেম্বর রবিবার নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের নির্দেশনা অনুযায়ী নরসিংদী জেলার সদর উপজেলার ইফা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এ মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আলম মিয়া এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ান। এসময় ইফা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকাসহ নানাবিধ অব্যবস্থাপনার কারণে মেডিক্যাল প্র্যাকটিস এন্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ৫০,০০০/ টাকা জরিমানা করা হয়। এ সময় ইফা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক এক মাসের মধ্যে লাইসেন্স নবায়নসহ সকল প্রকার অসংগতি দূর করার লিখিত অঙ্গিকারনামা দেন। নরসিংদী সিভিল সার্জন এর প্রতিনিধি হিসেবে ডা: নাসিম আল ইসলাম প্রসিকিউশন দাখিল করলে ভ্রাম্যমান আদালত এ আদেশ প্রদান করেন। এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ নরসিংদী, আনসার ব্যাটালিয়ন,আনসার ভিডিপি এবং গনমাধ্যম সহকর্মীগণ।