নিজস্ব প্রতিবেদকঃ
নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সীমিত পরিসরে মহান বিজয় দিবস পালন করেছে নরসিংদী জেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিকিক সংগঠন। বুধবার সূর্যোদয়ের সাথে সাথে নরসিংদী মোসলেহ্ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সুচনা করা হয়। সকাল সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ মুক্তিযোদ্ধা সংসদ, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। পরে সকাল ৮টার দিকে নরসিংদী সার্কিট হাউজে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে বিজয় দিবসের কর্মসূুচির সূচনা করা হয়। এসময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।