নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় কতৃক আয়োজিত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, ষ্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান ১৩ জানুয়ারি বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নঈম জাহাঙ্গীর এর সভাপতিত্বে সমাজসেবা কার্যালয়ের অফিসার (রেজিষ্ট্রেশন) সুরভী আফরোজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত চেক বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কমল কুমার ঘোষ, সিনিয়র সহকারী কমিশনার রিনাত ফৌজিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন সদর উপজেলায় ২১ জনকে,নরসিংদী পৌরসভায় ১১ জনকে,রায়পুরা উপজেলায় ২৮ জনকে,শিবপুর উপজেলায় ২১ জনকে,মনোহরদী উপজেলায় ১০ জনকে,বেলাবো উপজেলায় ৬ জনকে,পলাশ উপজেলায় ১৬ জনকে সহ মোট ১১৩ জনকে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।