নিজস্ব প্রতিবেদক
শনিবার সকাল ১০ ঘটিকায় বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজার শেখেরচর বাবুরহাট বণিক সমিতির উদ্যোগে মাক্স বিতরণ করা হয়। জানা যায় শেখেরচর বাজার (বাবুরহাট) বণিক সমিতির সভাপতি শিলমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকিরের নির্দেশে শিলমান্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবু সুশান্ত দাস খুদির নেতৃত্বে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মাক্স বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শেখেরচর বাজার (বাবুরহাট) বণিক সমিতির সহসভাপতি শহীদুল্লাহ, কোষাদক্ষ্য রুস্তম আলী, প্রচার সম্পাদক হানিফ, বণিক সমিতির নেতা মুখলেসুর রহমান, ধন মিয়া, শিবু সাহা বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ী এবং শেখেরচর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। শেখেরচর বাজার (বাবুরহাট) বণিক সমিতির সাধারণ সম্পাদক বাবু সুশান্ত কুমার দাস খুদি বলেন সকল ব্যবসায়ীরা সরকারের ঘোষিত ১৮ টি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা করবেন। হ্যান্ড স্যানিটাইজার হাত ধোয়ার সাবান পানি সকল দোকানে রাখবেন এবং মাক্স পরিধান করবেন। নো মাক্স নো সার্ভিস। বাজারে যাহারা ব্যবসা করবেন এবং কেনাকাটা করবেন প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আমরা বণিক সমিতির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার সকল ব্যবস্থা করে দেব এবং সরকারের নির্দেশ মেনে ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ীদেরকে আহ্বান জানাচ্ছি ।