নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর গ্রামের মৃত আলাউদ্দিন মেম্বার এর ছেলে ছাদেকুর রহমান ছাদেককে দলীয় কর্মকান্ডে মূল্যায়ন হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ১নং যুগ্ম-আহবায়ক হিসেবে নরসিংদী জেলা ছাত্রদলের নির্বাচিত করেছেন। হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সাইফুল ইসলাম এর হাত ধরে ১৯৯৮ সাল থেকে হাজীপুর ইউনিয়নের ছাত্রদলে কাজ করে আসছেন। কর্মদক্ষতায় ২০১২ইং সালে হাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়। বিগত দিন আন্দোলন সংগ্রামে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে জেলাব্যাপী ভূমিকা রাখে। তার বড় ভাই সহিদুল ইসলাম হাজীপুর ইউনিয়ন বি.এন.পির সিনিয়র সহ-সভাপতি, আরেক ভাই ফারুক ইউনিয়ন বি.এন.পির যুগ্ম-সম্পাদক। তার পরিবার বি.এন.পি মনা হওয়ার কারণে বর্তমান সরকারের রুশানলে পরে প্রায় কয়েক ডজন মামলার আসামী হয় তারা। কেন্দ্রীয় ছাত্রদল কমিটি মনোনয়ন বোর্ড ছাদেক এর জীবন-বৃত্তান্ত মূল্যায়ন করে ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান বিশ্বস্ত মনে করায় ছাদেককে নরসিংদী জেলা ছাত্রদলের ১নং যুগ্ম-আহবায়ক নির্বাচিত করেন। ছাদেককে জেলা ছাত্রদলের ১নং যুগ্ম-আহবায়ক নির্বাচিত করায় একটি কুচক্রী মহল ব্যক্তিস্বার্থ ও পারিবারিক শত্রুতার জের ধরে বিভিন্ন অপ-প্রচার করছে। এ বিষয়ে ছাদেকুর রহমান বলেন, আমাকে নরসিংদী জেলা ছাত্রদলের ১নং যুগ্ম-আহবায়ক নির্বাচিত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান , সাবেক ডাকসু জিএস নরসিংদী সদর থেকে নির্বাচিত সফল এমপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান , সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সহ নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি ছাত্রদলের নেতৃবৃন্দের কর্মসূচী বাস্তবায়নে কাজ করে যাব। যে সকল কুচক্রী মহল আমার বিরুদ্ধে সংবাদকর্মীকে ভূল ও মিথ্যা তথ্য দিয়ে অপ-প্রচার করছে আমি ঐ সকল অপ-প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।