নরসিংদীর মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব -১৭ বালক-বালিকা) অনুষ্ঠিত হয়েছে। বালিকা দলের মধ্যে অনুষ্ঠিত খেলায় নরসিংদী পৌরসভা দল রায়পুরা উপজেলা দলকে ১-০ গোলে পরাজিত করেন।
অপরদিকে বালক দলের মধ্যে নরসিংদী সদর উপজেলা দল ট্রাইবেকারে ৩-২ গোলে নরসিংদী পৌরসভা দলকে পরাজিত করে। এ অনুষ্ঠানে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং এ টুর্নামেন্টের সভাপতি ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর আসনের এমপি মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক।