নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে করোনায় স্বেচ্ছাসেবী হিসেবে মাঠে কর্মরত ৬০টি সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর বাসাইলে অবস্থিত শিশু একাডেমীর হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, আগামী প্রকাশনীর প্রকাশক মো. ওসমান গনি প্রমুখ।
আলোচনা সভা শেষে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নরসিংদীতে তিন বছর কর্মময় জীবনের উপর একজন স্বপ্নসারথী’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।