নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হলধর দাস অবসর জনিত কারণে শিক্ষকতা পেশার শেষ কর্মদিবসে প্রিয় স্যারকে কর্তব্য পরায়ণ ক’জন ছাত্র ও সুহৃদ শিক্ষক তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
গত ১১ জুলাই তিনি অবসরজনিত বিদায় গ্রহণ করেন। করোনাভাইরাস পরিস্থিতির কারণে আনুষ্ঠানিকতা ছাড়াই তিনি বিদায় গ্রহণ করেছেন। কৃতিত্বের সাথে কর্মজীবন সমাপ্ত করায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো এখনো অব্যাহত রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
হলধর দাস শুধু একজন শিক্ষক নন, তিনি একজন সফল সাংবাদিকও। শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা পেশায়ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি নরসিংদী জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন ডেইলি ইভিনিং নিউজ, দৈনিক আজকের আলোকিত সকাল এবং স্থানীয় সাপ্তাহিক ‘নরসিংদীর খবর’ পত্রিকার সিনিয়র এবং অনলাইন নিউজ পোর্টাল jagonarsingdi24.com এর স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।