নিজস্ব প্রতিবেদক
নরসিংদী সদর উপজেলার মেহের পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন -২০২১ উপলক্ষে ৩০ অক্টোবর রোজ শনিবার বিকেল-৩ ঘটিকায় ভগীরথ পুর শাহী ঈদগাহ মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত। উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভগীরথ পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নরসিংদী জেলা পরিষদের সদস্য আব্দুল হালিম খাঁন। মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ও মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মাহবুবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মো. কবির হোসেন , আলহাজ্ব আয়েব আলী, ব্রাদ্রাস্ ডাইং এর আলহাজ্ব মুতালিব হোসেন , ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. মতিউর রহমান , ইউনিয়নের সহ-সভাপতি মো. মকবুল হোসেন প্রধান , ইউনিয়ন আওয়ামী লীগের মো.মনিরুল ইসলাম মিলন , পল্লী বিদুৎ সমিতির দুই বারের নির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম অভী, ইউনিয়ন আওয়ামীলীগের বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী ওলামালীগের মো. নুরে আলম নূর, মো. কামাল হোসেন, আমিরুল হক খোকন, গিয়াস উদ্দিন মাষ্টার সহ মেহের পাড়া ইউনিয়ন এর ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।