শিবপুর প্রতিনিধিঃ
শিবপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান ভূমি মন্ত্রাণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে পদায়িত হওয়ায় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ইনায়াস রেস্টুরেন্টে শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস,এম, খোরশেদ আলমের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: শাহরুখ খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মহসীন নাজীর, মাছিমপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার (কালা মিয়া স্যার) উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু বিপ্লব চক্রবর্তী , পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান ও ইন্জিনিয়ার এনামুল হক। সাধারন সম্পাদক এস,এম আরিফ হাসানের সঞ্চালনায় বিদায় সংবর্ধনায় আরো উপস্থিত ছিলেন ক্লাবের কার্যকরী পরিষদ ও সকল সদস্যবৃন্দ।