নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) প্রতিরোধে চলমান টিকাদান কার্যক্রমকে বেগবান করতে ২৬ ফেব্রুয়ারি ২০২২ দেশব্যাপী ১ কোটি টিকা প্রদানের লক্ষ্য নিয়ে গণটিকা আয়োজন করা হয়। সারাদেশের ন্যায় নরসিংদী’তে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে ও উৎসবমুখর পরিবেশে গণটিকা অনুষ্ঠিত হয়।
দিনের প্রারম্ভে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান নরসিংদী সদর ও পলাশ উপজেলার বিভিন্ন টিকাকেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি টিকাকেন্দ্রের নিরাপত্তা বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন এবং ধৈর্য্যধারণ করে সুশৃঙ্খলভাবে নিরাপদে টিকা গ্রহণের জন্য টিকাগ্রহীতাদের প্রতি আহবান জানান।
দিনব্যাপী সকল টিকাকেন্দ্রে টিকাগ্রহীতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির পরিপ্রেক্ষিতে নরসিংদী জেলায় মোট ৭২০০০ জনকে ১ম ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রার বিপরীতে ১২৯০৯১ জনকে টিকা প্রদান করা হয়।