নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার পাচঁদোনা ইউনিয়ন পরিষদে ব্র্যাক মাইগ্রেশন কর্ম শালা অনুষ্ঠিত হয়। ২৬ শে মে বৃহস্পতিবার ১১ ঘটিকায় ইউনিয়ন পরিষদে নরসিংদী সদর ফিল্ড অগ্রানাইজার মো: উসমান গনীর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম। সোশিও- ইকোনোমিক রিইষ্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রেন্ট ওয়ার্কার্স অব বাংলাদেশ, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। নিরাপদ অভিবাসন ও বিদেশ- ফেরতদের পুনরেকত্রী করণ শীর্ষক ইউনিয়ন কর্মশালায় বিভিন্ন দিক উল্লেখ করা হয়।কর্মশালায় বক্তব্যে বলেন বিদেশ ফেরত ব্যক্তিদের ব্র্যাকের সৌজন্যে পুনঃবাসনের লক্ষে গবাদী পশু, মৎস খামার মুরগির খামার, ইলেকট্রিক, ওয়েলডিং, ড্রাইভিং প্রশিক্ষন সহ আর্থিক সহায়তা করা হয়। সঠিক পথে বিদেশ যাওয়ার জন্য বলা হয়। ব্যক্তব্যে আর বলেন প্রবাশী কর্মীর মেধাবী সন্তানদের ব্র্যাকের সৌজন্যে শিক্ষা বৃক্তি প্রদান করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন শিবপুর ফিল্ড অগ্রানাইজার মাজহারুল হক মোল্লা, ব্র্যাক পাচঁদোনা ইউনিয়ন সেচ্ছাসেবক সালেহা আক্তার সহ স্থানীয় গন্য মান্য বক্তিগন।