নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২ কেজি গাজা সহ আটক ২। ১৮ই সেপ্টেম্বর রবিবার গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় সহকারী পরিচালক মোঃ নাজমুল হকের সার্বিক তত্বাবধানে সহকারী উপ- পরিদর্শক এম.এম. ইউনুচ আলী, মোঃ হুমায়ুন কবির, সিপাই রায়মোহন রাজবংশী, হাবিবুর রহমান, মোঃ আদনান, মোঃ স্জ্জাদ খান ও মুহিবুল হোসেন- এর সমন্বয়ে গঠিত একটি টিম বিকাল ৪ ঘটিকায় শিবপুর মডেল থানার সৃষ্টিগড় মাষ্টার বাড়ি জামে মসজিদ ঢাকা সিলেট মহা সড়কের দক্ষিন পাশে ঢাকাগামী এনা পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৫-৫১৫৪ নং গাড়ী থেকে তল্লাশীকালে মোঃ রিয়াদ খান (৪১) পিতা- আব্দুল আজিজ খান সাং- বাগরি বাজার, থানা- রাজাপুর, জেলা- ঝালকাঠি কে ১০ কেজি গাজা ও মোঃ পারভীন বেগম রুখসানা (৪০) স্বামী- হারুনুর রশিদ, সাং- বাউখানটেক, থানা- উওর খান কে ২ কেজি গাজা সহ আটক করে। যাহার মূল্য প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এ বিষয়ে শিবপুর মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ) ও ১৯(ক) ধারায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে।