বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী সদর সাবরেজিস্টার অফিসের দলিল লেখকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা জজ আদালতে সরকারি কৌশলি (জি,পি) পদে এড. মোঃ আব্দুল হান্নান মিয়ার নিয়োগ নরসিংদীতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন নরসিংদীতে অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত করে পিবিআই পুলিশ । শিবপুরের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা হত্যা মামলায় সেনাবাহিনীর হাতে আটক নরসিংদীর রায়পুরা ম্যারাথনে দেশ-বিদেশের ৭০০ দৌড়বিদ নরসিংদীতে ভারতীয় প্রসাধনী বোঝাই কাভার্ড ভ্যানসহ আটক ২ নরসিংদীতে অত্যাধুনিক অস্ত্রসহ দুইজন আটক নরসিংদীর মনোহরদীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা গণতান্ত্রিক আন্দোলনে কারাবরণকারী মামলা-হামলা ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের সংবর্ধনা
শতভাগ জিপিএ ৫ পেয়েছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস

শতভাগ জিপিএ ৫ পেয়েছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস

নিজস্ব প্রতিবেদক
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) তে দ্বিতীয়বারের মত শতভাগ জিপিএ ৫ পেয়েছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস (এনকেএম)। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন স্কুল কর্তৃপক্ষ।
দুপুরের আগ থেকে ফলাফলের অপেক্ষায় স্কুল প্রাঙ্গনে এসে জড়ো হয় শিক্ষার্থী ও অভিভাবকরা। ফলাফল ঘোষণার পর বিদ্যালয় প্রাঙ্গনে উচ্ছ্বাসে মেতে উঠে শিক্ষার্থীরা। ফলাফল ঘোষণার পর শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে স্কুল প্রাঙ্গনে মোনাজাত করা হয়। এসময় বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি শিল্পপতি আব্দুল কাদির মোল্লা উপস্থিত ছিলেন।
স্কুল কর্তৃপক্ষ জানায়, এবছর বিজ্ঞান ও ব্যবসায় শাখা মিলিয়ে মোট ২৬৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে শতভাগই জিপিএ ৫ অর্জন করে।
২০০৮ সালে শুরু হওয়া পর এ বছর দ্বিতীয়বারের মতো শতভাগ জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করে এ প্রতিষ্ঠানটি। এর আগে ২০১৭ সালে প্রথমবারের মতো শতভাগ জিপিএ 5 পায় প্রতিষ্ঠানটি।
নাসিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস, নরসিংদীর অধ্যক্ষ অসীম বাড়ৈ বলেন, করোনাকালীন সময়ে আধুনিক পদ্ধতিতে সমন্বিত পাঠদান এই ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে।এবং ঢাকা বোর্ডে পাঁস এবং জিপিএ৫ বিবেচনায় উক্ত প্রতিষ্ঠানটি বোর্ডে প্রথম হয়েছে বলে দাবী প্রতিষ্ঠান প্রধানের।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD